Back to All Events

Launch of Bengali Translation of Nightmarch with Kheya Bag

Alpa Shah and Kheya Bag in conversation to launch the Bengali translation of Nightmarch published by Setu Prakashani.  

সেতু প্রকাশনী সম্প্রতি প্রকাশ করেছ নাইটমার্চ : নকশালপন্থীদের অন্দর মহলে , লেখিকা আল্পা শাহ,হারপার কলিন্স প্রকাশিত এইব‌ইয়ের বাংলা অনুবাদ করেছেন অসীম চট্টোপাধ্যায়।

 নাইটমার্চ এক লেখিকার নকশালপন্থী গেরিলাদের সাথে প্রায় ৩০০ কিলোমিটার বিপজ্জনক পথের পারি দেবার কাহিনী নয়, এআলেখ্য তে আমরা দেখি এক অন্য ভারতবর্ষ । সেই ভারতবর্ষ যারা বারবার হেরে গিয়েও ফিরে আসে।

প্রায় এক দশক আগে আল্পা শাহ ভারতের আদিবাসীদের সামাজিক সাংস্কৃতিক অবস্থা বোঝবার জন্য প্রত্যন্ত অঞ্চলে একআদিবাসী গ্রামে থাকতে শুরু করেন।পরম মমতায় তাঁদের ভাষা আয়ত্ত করেন, আচার ব্যবহার খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেন।এইসময়ে দেখেন আদিবাসীদের সাথে জঙ্গল সরকারের সম্পর্ক।নকশালপন্থী বা অধুনা মাওবাদীদের সাথে রাষ্ট্রের লড়াইয়েআদিবাসীরা কি চিড়ে চেপ্টা বা স্যানডুইচড হয়ে যাচ্ছেন ? উন্নয়নের ছিঁটে ফোঁটা কি আদিবাসীদের কাছে পৌঁছায় ? উন্নয়নের জন্যসরকারের রাস্তা তৈরি করার প্রচেষ্টায় কন্ট্রাকটার মাওবাদীদের সাথেই বা কী সম্পর্ক? মাওবাদীদের নেওয়া ট্যাক্স বা লেভি কতটাযৌক্তিক? মাওবাদীদের এক অংশের  আর্থিক দূর্নীতি র সাথে এই "ট্যাক্স" নেওয়া কি দায়ী?মাওবাদী নেতাদের সাথে আদিবাসীদেরকেমন সম্পর্ক?নকশালপন্থীদের  মাদক বিরোধী লড়াইয়ের সমতলের মডেল কেন ই বা আদিবাসীদের মধ্যে কার্যকরী হচ্ছে না ! জাতপাতের রাজনীতির প্রশ্নে মাওবাদীদের কী অভিজ্ঞতা? এসব সত্ত্বেও কেন ভারতের এই বিশাল অংশের মানুষ শুধু নয়, শিক্ষিতমানুষের এক অংশ কেরিয়ার, সুখ সাচ্ছন্দ্য  ত্যাগ করে মাওবাদীদের মধ্যে থেকে তাঁদের একজন হবার চেষ্টা করছেন ? কেবলমাত্র ব‌ইপড়ে নয়, আদিবাসীদের মধ্যে থেকে  নিজের অভিজ্ঞতা সঞ্জাত এই ব‌ই ভবিষ্যতের দলিল হয়ে থাকবে।

এই ব‌ই ইংল্যান্ডের জর্জ ওরয়েল এর political nonfiction বিভাগে ২০১৯ সালে পুরস্কারের জন্য shortlisted হয়েছিলো। বহু ভাষায়অনূদিত এই ব‌ই পাঠকদের কাছে তো বটেই, পুস্তক সমালোচকদের কাছে সমাদৃত।

 আগামী ২০ নভেম্বর ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় আমরা লেখিকা আল্পা শাহ ও ভার্সো বুকস এর কার্যনির্বাহী পরিচালকখেয়া বাগের সাথে এই ব‌ই নিয়ে আলোচনায় অংশগ্রহণ করবো। এই আলোচনা পরিচালনা করবেন Basu Acharya ।থাকবোআমাদের সব পাঠক ও সমালোচক বন্ধুরা। নীচে লিঙ্ক দেওয়া হলো। সেখানে সময়মতো থাকার অনুরোধ জানাচ্ছি।সমগ্র আলোচনাসবার সুবিধার্থে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই হবে।

https://meet.google.com/pah-qceu-amv

Previous
Previous
November 17

Open University Centre for Global Challenges and Social Justice event on Nightmarch

Next
Next
December 17

Ambedkar Memorial Lecture